বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভাবে ১৮টি প্রতিমা বিসর্জন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৪৭০ বার পঠিত

শেরপুরের নকলায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উপজেলার ১৯টি মন্ডপের মধ্যে ১৮টি মন্ডপের প্রতিমা শান্তিপূর্ণ ভাবে বিসর্জন দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত এসব প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

তথ্য মতে, উপজেলার টালকী ইউনিয়নের টালকী রবিদাস বাড়ী পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন নাদিয়ে স্থায়ী ভাবে সংরক্ষণ করা হয়েছে। বাকি ১৮টির মধ্যে নকলা পৌর এলাকায় ৪টি, গনপদ্দী ইউনিয়নে ৩টি, নকলা ইউনিয়নে একটি, উরফা ইউনিয়নে ৩টি, বানেশ্বরদী ইউনিয়নে একটি, পাঠাকাটা ইউনিয়নে একটি, চরঅষ্টধর ইউনিয়নে ২টি ও চন্দ্রকোণা ইউনিয়নে ৩টি মন্ডপের প্রতিমা সমূহ বিকেল ৫টা থেকে রাত ৭টার মধ্যে সুবিধাজনক জলাশয়ে শান্তিপূর্ণ ভাবে বিসর্জন দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।

উপজেলায় সর্বশেষে নকলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মাতা মন্দির পূজা মন্ডপের প্রতিমা টেহাইন বিলের শাখা সেফাকুড়ি বিলের সেফাকুড়ি ব্রীজ পাড় এলাকায় রাত ৭টার সময় বিসর্জন দেওয়া হয়। একই স্থানে ও পাশাপাশি সময় নকলা ইউনিয়নের ছত্রকোনা পূজা মন্ডপের প্রতিমাটিও ভক্তবৃন্দরা বিসর্জন দেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, নকলা থানার সদ্যযোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর ও সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বণিক অভি, নকলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মাতা মন্দির পূজা মন্ডপের সভাপতি শ্রী সুরঞ্জিত কুমার বণিক ও সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ প্রসাদ কালোয়ার,

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন নকলা উপজেলা শাখার চেয়ারম্যান রনজিৎ কুমার বিশ্বাস ও জেনারেল সেক্রেটারী নারায়ন চন্দ্র বিশ্বাস, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন ও দপ্তর সম্পাদক সেলিম রেজা, এনএসআই ও ডিএসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যগন, দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির ও মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়স ও শ্রেণীর অগণিত নারী-পুরুষ ভক্তবৃন্দ এবং দর্শক হিসেবে স্থানীয় মুসলিমসহ অন্যান্য ধর্মাবলম্বীর অনেক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102