শেরপুরের নকলায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সারাদেশের সাথে এই ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তরটি ভার্চুয়ালী উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় নির্মানাধীন জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের বাস্তবায়ন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। আর এই ট্রেনিং সেন্টারের নির্মান সহযোগিতায় রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
স্থানীয় ভাবে এই ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তরের ফলক উম্মোচন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ ইসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, বিএডিসি হিমাগার নকলার উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রোগ্রামার শাইমুন সাহানাজ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক, যুবলীগ নেতা আদিল আহমেদ পল্লব, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আক্রাম হোসেন, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।