মহান জাতীয় সংসদের উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রণালয় সম্পর্কৃত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, তিনবারের সফল সাবেক কৃষিমন্ত্রী ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, “ উদ্দীপনা পুরষ্কার হিসেবে শিক্ষার্থীদের প্রণোদনা এবং সাধারণ জনগনকে কিছু দিতে পারলে আমরা খুশি হই, আনন্দ পাই”। বুধবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে শেরপুরের নকলা উপজেলাধীন উরফা ইউনিয়নের বারমাইশা উচ্চ বিদ্যালয় মাঠে মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রণোদনা এবং শীত নিবারনের জন্য দরিদ্রদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ উপনেতা আরো বলেন, “সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য যাকিছু বরাদ্ধ দেওয়া হয়, তা প্রাপ্যতা অনুযায়ী পাই পাই করে আপনাদের বুঝায়ে দেই। তাছাড়া প্রতিবছরই আমি আমার স্বাধ্যমত উপহার হিসেবে জনগনকে কিছু দেওয়ার চেষ্ঠা করি। যেসকল শিক্ষার্থী পড়ালেখায় ভাল করছে তাদেরকে প্রণোদনা দেই। তাতে শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার প্রতিযোগিতার সৃষ্টি হওয়ার পাশাপাশি কিছুটা হলেও উপকৃত হয়। তারা পড়ালেখায় আরো উৎসাহিত হয়। অন্যদিকে দরিদ্র জনগন কিছু পেয়ে উপকৃত হলে তাতে আমরা আনন্দ পাই”।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসাইন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি চারদিনের এ সফরে তাঁর নির্বাচনী এলাকা নকলা ও নালিতাবাড়ী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রতি ক্লাসের সেরা ২০ জনের মাঝে আর্থিক প্রণোদনা এবং দরিদ্র সাধারণ জনগনের মাঝে শীত নিবারনের কম্বল বিতরণ করবেন।