বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল’র জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২১৪ বার পঠিত

সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কণিষ্ঠ পুত্র শেখ রাসেল-এঁর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, পুরষ্কার প্রদান, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এর অংশ হিসেবে বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরষ্কার প্রদান ও বিশেষ দোয়া করা হয়েছে।

শোভাযাত্রাটি মাদ্রাসা প্রাঙ্গন থেকে বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। পরে মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহসুপার মাওলানা ফজলুল করিম, সহকারী শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান, সহকারী মৌলভী মাওলানা হযরত আলী, মাহাদী মাসুদ ও জেসমিন আক্তার প্রমুখ।

এসময় সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান খাঁন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে শিক্ষার্থীদের মাধ্যে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পরে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে বই, খাতা, কলম ও জ্যামিতি বক্স প্রদান করা হয়। সব শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদ ও দেশের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

অন্যদিকে উপজেলার পাঠাকাটা উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরষ্কার প্রদান, বিশেষ দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

এছাড়া সরকারি হাজী জালমামুদ কলেজ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, পারফেক্ট পাবলিক উচ্চ বিদ্যালয় ও বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনেও শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

তবে শেখ রাসেল-এঁর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এক-দেড় ঘন্টার জন্য মানমাত্র অনুষ্ঠান করা হয়েছে বলে বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102