শেরপুরের নকলায় সদ্য ঘোষিত ৮নং চরঅষ্টধর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটি মানতে নারাজ সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ঘোষিত নয়া কমিটির প্রতিবাদে মানববন্ধন করেছেন চরঅষ্টধর ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। শনিবার বিকেলে নারায়নখোলা স্কুলের সামনের রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- চরঅষ্টধর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সজল সরকার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৬নং ওয়ার্ডের নেতা খলিলুর রহমান প্রমুখ।
এছাড়া আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, সদ্য ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সদস্য শরীফুজ্জামান রিপন সরকার, গোলাম সারোয়ার তারেক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল হকসহ অনেকে।
তাদের দাবী ঘোষিত কমিটির সভাপতি কোনদিন আওয়ামী লীগের দলীয় কোন অনুষ্ঠানে অংশ গ্রহন করতে ইউনিয়নের কেউ কখনো দেখেনি। শতভাগ অরাজনৈতিক লোককে এমন গুরুত্বপূর্ণ ইউনিয়নের সভাপতি হিসেবে দেওয়া দলের জন্য ক্ষতি ছাড়া কিছুই না। তাই সদ্য ঘোষিত কমিটিতে লিখিত নামের ৫১ জনের মধ্যে অধিকাংশ নেতৃবৃন্দ এ বিতর্কিত কমিটি থেকে পদত্যাগ করবেন বলে বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের সুস্পষ্ট জানিয়ে দেন। এমনকি তাৎক্ষণিক ১৮ জন লিখিত কাগজে নিজ নাম স্বাক্ষর করে পদত্যাগের ঘোষনা দেন।
এছাড়া তাদের অনেকে অভিযোগের সুরে বলেন- সদ্য ঘোষিত কমিটিতে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন না করে উল্টা অবমূল্যায়ন করা হয়েছে। এর কারন হিসেবে বক্তারা বলেন, অর্থ লেনদেন ও স্বার্থের কারনে স্বজনপ্রীতির মাধ্যমে অন্যদলের লোকদেরকেও এই ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে স্থান করে দেয়া হয়েছে; যা প্রকৃত আওয়ামী লীগ তথা ত্যাগী নেতা-কর্মীদের জন্য লজ্জা জনক বলে তারা মন্তব্য করেন। বক্তাদের সাথে সাথে উপস্থিত হাজারো নেতা-কর্মী সদ্য ঘোষিত কমিটির নেতৃত্ব না মানার শ্লোগান দেন।
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন বলেন- আমরা যথেষ্ট যাচাই বাছাই করে যোগ্য ও প্রকৃত আওয়ামী লীগের লোকজনদেরকেই কমিটিতে স্থান দেয়া হয়েছে। কমিটি গঠনে কোন প্রকার অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়নি। পদ বঞ্চিতদের অভিযোগ মিথ্যা। পদ বঞ্চিতরা তাদের কাঙ্খিত পদ না পেয়ে এসব মিথ্যা অভিযোগ করে দলের ভাবমূর্তি নষ্ট করছে বলে তিনি মন্তব্য করেন।