বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৮১ বার পঠিত

শেরপুরের নকলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প এবং কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় তিনদিন ব্যাপী (২৯ জুলাই থেকে ৩১ জুলাই) কৃষি মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও নকলা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে এই কৃষি মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহান জাতীয় সংসদ উপনেতা সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।

উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নাফ খান, নকলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন নার্সারির মালিক, কৃষক-কৃষাণীসহ বিভিন্ন পেশা-শ্রেণির জনগন উপস্থিত ছিলেন।

বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও বনসাই বৃক্ষের চারা দিয়ে মেলার স্টল গুলো সাজানো হয়েছে। মেলার স্টল গুলো প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102