সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিবস উদযাপন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপরে দুপুরের দিকে পৌরসভার ধুকুড়িয়া পশ্চিমপাড়া ফুরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসা চত্বর ও গড়েরগাও মোড়ে স্থাপিত বঙ্গবন্ধু চত্বরে বৃক্ষ রোপণ, দোয়া মাহফিল শেষে বিকেলে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় ও দিকনির্দেনায় সকল কর্মসূচিতে সহ-সভাপতি আমিনুল ইসলাম, মোরশেদুল হাসান রবিন ও মঞ্জুরুল হক মঞ্জু; সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম ও নূরে আলম সিদ্দিকী খোকন; অর্থ বিষয়ক সম্পাদক শ্রী প্রার্থ রায়, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক টুটুল আহমেদ, পৌরসভার কাউন্সিলর মো. জরিপ মিয়া, ধুকুড়িয়া পশ্চিমপাড়া ফুরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের দাতা সদস্য মো. জোনাব আলীসহ স্থানীয় গণ্যমান্য লোকজন, মসজিদ ও মাদরাসার ইমাম, মোয়াজ্জেম, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপরে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা-এঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে মিষ্টি ও গাছের চারা বিতরণ করা হয়।