শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটায় ২০২২-২০২৩ অর্থ বছরের মা ও শিশু ভাতা ভোগীদের মাঝে ভাতার টাাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে ভাতা বিতরণ করা হয়।
পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম সুবিধাভোগী মায়েদের হাতে ভাতার টাকা তুলেদেন। এসময় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আদম শফি, ব্যাংক এশিয়ার পাঠাকাটা ইউপির এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট ও ইউনিয়ন উদ্যোক্তা মো. সেলিম রেজা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধাভোগী মা ও গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।
ইউপি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থ বছরের পাঠাকাটা ইউনিয়নে প্রতি মাসে বরাদ্দকৃত ৭ জন করে মাকে এই ভাতা সুবিধার আওতায় আনা হয়। এই হিসেব মতে এক বছরে ৮৪ জনের মাঝে ৯ হাজার ৬০০ টাকা করে সর্বমোট ৮ লাখ ৬ হাজার ৪০০ টাকা বিতবণ করা হয়।