“থাকব ভালো, রাখব ভালো দেশ; বৈধ পথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে হংকং এ কর্মরত বাংলাদেশী নারীকর্মীদের সাথে মতবিনিময় সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। রবিবার (২৫ জুন) কনস্যুলেট সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
সভায় হংকং এ কর্মরত বাংলাদেশী নারীকর্মীদের কষ্টার্জিত অর্থ বৈধপথে বাংলাদেশে পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদের প্রশংসা করাসহ সকলের প্রতি কনস্যুলেটের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বর্তমান সরকার আমলে বৈধপথে রেমিটেন্স প্রেরণে ২.৫% প্রণোদনা ও সরকার ঘোষিত অন্যান্য সুবিধাদির বিষয়ে কর্মীদের অবহিত করা হয়।
বৈধ পথে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে যে সকল সমস্যর সম্মূখিন হতে হয়, তা শ্রবণ করে ওইসকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়। তাছাড়া অবৈধ পথে রেমিটেন্স প্রেরণের কুফল আলোচনা করাসহ ও আইনগত বাধার বিষয়ে কর্মীদের অবগত করা হয়। কর্মীদের শ্রম অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি যারা নিয়মিত বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করেছেন তাদের সেই ধারা অব্যাহত রাখার পরামর্শ প্রদান ও নতুন কর্মীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করা হয়। কর্মীদের আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী হয়ে সুনামের সহিত কাজ করা জন্য আহবান জানানো হয়। নারী কর্মীদের যেকোন প্রয়োজনে কনস্যুলেট হতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান পূর্বক যেকোন সমস্যায় তাৎক্ষণিক কনস্যুলেটকে জানানোর পরামর্শ প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে বাংলাদেশী নারী কর্মীরা তাদের মতামত প্রকাশ মূলক বক্তব্যে বৈধ উপায়ে হংকং আসার ও সুনামের সহিত আয় করার সুযোগ সৃষ্টি করে দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তাছাড়া তাদের প্রয়োজনীয় সকল সহযোগিতা সবসময় ও সময়মতো প্রদান এবং প্রতিমাসের শেষ রবিবার তাদের সুবিধার্থে কনস্যুলেট অফিস খোলা রেখে তাদেরকে পরামর্শ মূলক সেবা প্রদানের জন্য কনস্যুলেটকে আন্তরিক ধন্যবাদ জানান নারী কর্মীরা। তাছাড়া ২০২২ সালে প্রথমবারের মতো হংকং প্রবাসীদের সম্মাননা প্রদান এবং বৈধ উপায়ে ২০২১-২০২২ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী নারীকর্মীদের রেমিট্যান্স এ্যাওয়ার্ড প্রদানকে সাধুবাদ জানিয়ে এরধারা অব্যাহত রাখার জন্য বিনীত অনুরোধ জানান নারীকর্মী বক্তারা।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সকল নারী কর্মীদের চিত্তবিনোদনের লক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কনসাল (পাসপোর্ট ও ভিসা) মো. কামরুল হাসান, কনসাল (শ্রম) জাহিদুর রহমান, ভাইস কনসাল মো. মারজুক ইসলামসহ হংকং এ কর্মরত শতাধিক নারীকর্মী উপস্থিত ছিলেন।