আজ ঐতিহাসিক ৭ জুন, ৬ দফা দিবস। সারাদেশ ব্যাপী এদিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এর অংশ হিসেবে শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সকালে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. ফরিদুল আলম আজাদ আলমগীর,
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাম হাফিজ সোহেল, তথ্য ও গবেষণা সম্পাদক মোছা. আঞ্জুমান আরা বেগম রুমি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম, সদস্য ও সদস্য ফরিদুল আলম, রেজাউল করিম রিপন; উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ফকির, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নাফ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ; উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসবক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।