বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নালিতাবাড়ীতে ৩ দিন ব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণের সমাপণী

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ সমাপ্ত করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা চলে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে নলিতাবাড়ী উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে এক সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক, প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর খামার বাড়ির উপপরিচালক ড. সুকল্প দাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ খায়রুল আমিন ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার (ডিএসসিও) কৃষিবিদ রুবিনা ইয়াসমিন।

সমাপণী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. আনেয়ার হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মওদুদ আহমেদসহ উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রশিক্ষণার্থী কৃষক-কৃষাণীগন উপস্থিত ছিলেন।

এই প্রশিক্ষণ কর্মশালা নালিতাবাড়ী উপজেলায় আগামীতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে কৃষক-কৃষাণীরা অধিক লাভবান হবেন বলে কৃষি কর্মকর্তাসহ অনেকে মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102