বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৩০ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ৭নং টালকী ইউনিয়নের ফুলপুর গ্রামের আজগর আলী নামে শারীরিক ভাবে অক্ষম এক দরিদ্র বর্গাচাষীর বোরো ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে ধান কাটা শুরু করে দুপুর ১টা পর্যন্ত ৪২ শতক জমির ধান কাটেন তারা। পরে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ওইসকল ধানের আটি ওই দরিদ্র বর্গাচাষীর বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

নকলা উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবু হামযা কনকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একদল ছাত্রলীগ নেতা-কর্মী এ ধান কাটা কর্মসূচিতে অংশ নেয়।

স্বেচ্ছাশ্রমে এ ধান কাটা কর্মসূচিতে উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবু হামযা কনক ছাড়াও নাজমুল হাসান নাঈম, শাওন হাসান, আল আমিন আকন্দ, স্বাধীন, ইয়াকুব, রাজু মিয়া, মজিদ মিয়া, লেমন, মুখলেছ, সিফাত, আশরাফুল ইসলাম, মামুন, নিরব, রিপনসহ ছাত্রলীগের অনেক নেতা-কর্মী অংশ গ্রহন করেন।

শারীরিক ভাবে অক্ষম দরিদ্র কৃষক আজগর আলী বলেন, ছাত্ররা আমার ধান কেটে নাদিলে টাকার অভাবে হয়তোবা সঠিক সময়ে ধান কাটা সম্ভব হতোনা। তারা আমার ধান কেটে দেওয়ায় আমি খুব উপকৃত হলাম।

আবু হামযা কনক বলেন, বাংলাদেশ ছাত্রলীগের আমরা সব সময় বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে চলি। তাই ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’-এই শ্লোগানকে বুকে ধারন করেই আমরা চলতি মৌসুমে অসহায় দরিদ্র কৃষকদের বোরো ধান কেটে সঠিক ভাবে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছি। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগনের নির্দেশক্রমে আমাদের এই ধান কাটা কর্মসূচি বৈষয়িক মন্দা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবু হামযা কনকসহ অনেকে মনে করছেন।

কনক আরো বলেন- দেশ ও জাতির উন্নয়নে এরকম অসহায় দরিদ্র বর্গাচাষীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবো ইনশাঅল্লাহ। ছাত্রলীগের সুনাম রক্ষায় সকলের কাছে দোয়া কামনা করেছেন নকলা উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবু হামযা কনকসহ বৃহস্পতিবারের ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহনকারী অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102