বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় পাটের গুদামে আগুন! ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি গ্রামে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৭ লক্ষ টাকার পাট পুড়ে গেছে। শনিবার সাড়ে ১০ টারদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

তবে আগুনের সূত্রপাতের কারন জানা সম্ভব হয়নি। পুুড়ে যাওয়া পাট গুদাম মালিক জাহাঙ্গির হোসেনের দাবি, আমার গুদামে প্রায় ৫০০ মণ পাট ছিলো, এর সবই পুঁড়ে গেছে। এতে প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, এই আগুন পরিকল্পিত ভাবে লাগানো হয়েছে।’ কারন হিসেবে তিনি জানান, আমার গুদামে বিদ্যুৎ সংযোগ ছিলোনা। তাছাড়া ২টি বৈদ্যুতিক মটারের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভানোর সময় কে বা কারা একটি মটারের লাইনের কাটআউট খোলে নিয়ে যায়। এসব কারনে তিনি অনেকটা নিশ্চিত করেই বলেন যে, বিদ্যুৎ সংযোগহীন গুদামে এমন অগ্নিকান্ডের ঘটনা এবং আগুন নিভানোর সময় মটার লাইনের কাটআউট খোলে নেওয়া পূর্বপরিকল্পনার বহি:প্রকাশ। এতে সুস্পষ্ট যে, আমার গুদামে পূর্ব শুত্রুতার কারনে পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে।

এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসীরা প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরইমধ্যে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন নকলা থানার ও চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তাগন। এবিষয়ে নকলা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা রিপন সরকার ও বিএনপি নেতা শাহজাহানসহ এলাকাবাসীর অনেকের দাবী, সঠিক তদন্তের মাধ্যমে এই ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনা হোক।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102