শেরপুরের নকলায় ২০২২-২৩ অর্থ বছরের বোরো মৌসুমের ব্রি ধান-৮৯ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রজেক্টের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের কাজাইকাটা ব্লকের কাজাইকাটা পূর্বপাড়া এলাকায় কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তির ব্রি ধান-৮৯ এর উপর এ মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. শাহীন রানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. আনোয়ার হোসেন।
এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।