বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলার শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩১৩ বার পঠিত

শেরপুরের নকলায় মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে। জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পে ব্যবহৃত ট্যাবসমূহ হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর সেরা ৩ জন করে মোট ১৭৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রীর উপহারের একটি করে ট্যাব তুলে দেওয়া হয়।

এ উপলক্ষ্যে, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস যৌথভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ অনেকে বক্তব্য রাখেন।

ইউএসইও মোহাম্মদ আব্দুর রশিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জুনিয়র পরিসংখ্যান সহকারী আতিকুর রহমান ও রিমা আক্তার, চেইনম্যান বিপ্লব কুমার বাদুরীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, উপজেলার ২৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগন, ১৭৪ জন মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন, বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশা শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102