বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে জয়বাংলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১১৮ বার পঠিত

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জয়বাংলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ নামে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরের দিকে শেরপুর শহীদ স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে জেলা পুলিশ এক বর্নাঢ্য উদ্বোধনী আনুষ্ঠানের আয়োজন করে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ‘জয়বাংলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ উদ্বোধন করেন।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-এঁর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) এবি সিদ্দিক-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট) আব্দুল্লাহ আল মাহমুদ, শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষেদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা পরিষেদের চেয়ারম্যান মোখলেছুর রহমান লেবু, ঝিনাইগাতী উপজেলা পরিষেদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমসহ দৈনিক প্রথম আলো’র প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য্য বক্তব্য রাখেন।

এময় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, সদর উপজেলা পরিষেদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং জেলা ও থানা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলার ৫ উপজেলা একাদশ, ২ পৌরসভা একাদশ ও জেলা পুলিশ একাদশ এই ৮ টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ মার্চ দুইটি সেমিফাইনাল ও ২৩ মার্চ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফিসহ একলাখ ৫০ হাজার টাকা ও রানার্সআপ দলকে রানার্সআপ ট্রফিসহ এক লাখ টাকা সমমূল্যের প্রাইজমানি প্রদান করা হবে। উদ্বোধনী দিনে এই খবর লেখা পর্যন্ত শেরপুর জেলা পুলিশ একাদশ ও নালিতাবাড়ী উপজেলা একাদশ এর মধ্যে খেলা চলছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102