শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্যোগে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

শেরপুরের নকলায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র উদ্যোগে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে এই কর্মশালা শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা ভিত্তিক এ উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির মনিটরিং অফিসার মো. মাসুম বিল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক খন্দকার মনিরুজ্জামান।

অনুষ্ঠানের মূলআলোচ্য বিষয় তথা লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির রিসোর্স পার্সন টিম ম্যানেজার (প্রোগ্রাম) মো. শহিদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারহানা জাহান সিরাজসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম হাসান ও মো. আল মামুন প্রমুখ।

এছাড়া কর্মসূচির উজ্জল ভবিষ্যৎ কামনায় কর্মশালায় পরামর্শ মূলক বক্তব্য রাখেন নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল ইসলাম, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রব, চরমধুয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও শাখা সংগঠক এস.এম শহীদ লিটন, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শাখা সংগঠক দেলোয়ারা বেগম, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শাখা সংগঠক আইয়ুব খানসহ অনেকে।

এই উদ্বুদ্ধকরণ কর্মশালায় উপজেলার মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের ৩০টি বিদ্যালয় এবং ১৮টি মাদ্রাসার প্রধান/সুপারসহ শাখা সংগঠকগন (সহকারী শিক্ষক) অংশ গ্রহন করেন। এসময় নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার ২০টি উপজেলায় এই কার্যক্রম চলমান।

বক্তারা ভবিষ্যতে সমাজের মূল শক্তি হিসেবে যে প্রজন্ম কাজ করবে তাদের টার্গেট করে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। এই দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করার জন্য কর্মশালায় অংশগ্রহণকারী সকলের প্রতি আহ্বান জানান তারা। তারা বলেন আলোকিত, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমান কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক, দক্ষ ভবিষ্যত নাগরিক তৈরি করা সম্ভব। ২০৪১ সালের উন্নত বাংলাদেশের জন্য এই স্কিমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে স্কিম মাঠ পর্যায়ে সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

বক্তারা আরো বলেন, বই পড়তে হবে আনন্দের জন্য, জ্ঞানের জন্য এবং পৃথিবীকে জানার জন্য। বই পড়ার মাধ্যমে শিশুদের স্বপ্ন দেখাতে হবে ও দেখতে হবে। যেদিন থেকে মানুষ বই পড়া শিখেছে সেদিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষকে বই পড়তে হবে। তারা আশা করেন এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে যাবে।

উল্লেখ্য, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি দেশের ৬৪ টি জেলার ৩০০ টি উপজেলায় ১৫ হাজার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির আওতায় প্রতি বছর প্রায় ২৫ লক্ষ ছাত্র-ছাত্রী বই পড়ার সুবিধা পাবে। বিশ্বসাহিত্য কেন্দ্র উক্ত কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ৫ টি বিভাগে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও খুলনা) কর্মশালা সফল ভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মশালার মাধ্যমে ময়মনসিংহ বিভাগের ২০ টি উপজেলার একহাজার একশত পঁয়তাল্লিশ (১,১৪৫) মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বই পড়া কার্যক্রম শুরু হচ্ছে। এর ফলে আনুমানিক এক লক্ষ চুরানব্বই হাজার ছয়শত পঞ্চাশ (১,৯৪,৬৫০) জন ছাত্র ছাত্রী স্কিমের তালিকা ভুক্ত বই গুলো পড়ে নিজেদের সমৃদ্ধ, মানবিক ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102