বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

‘নকলা প্রেস ক্লাব’র নেতৃবৃন্দের সাথে ‘মদন প্রেস ক্লাব’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দের সাথে নেত্রকোনার মদন প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নকলা প্রেস ক্লাব-এর অফিসে মদন প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ নকলা প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দের সাথে সাক্ষৎ করেন।

সাক্ষাৎ পরবর্তী একে অপরের সাথে কুশল বিনিময় শেষে নকলা প্রেস ক্লাব অফিসে স্থাপিত ‘বঙ্গবন্ধু বুক কর্ণার’সহ ক্লাবের উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন মদন প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত এ কার্যক্রম চলে। তারা গল্পে গল্পে নকলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকসহ ক্লাবের সার্বিক বিষয়ে খোঁজ খবরনেন। নকলা প্রেস ক্লাবের কার্যক্রম, বর্তমান পরিচালনা পরিষদ ও ক্লাব পরিচালনার বিষয়ে বিস্তারিত জানার পরে ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তারা। এসময় মদন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহার আলম, বর্তমান পরিষদের সভাপতি আল-মাহাবুব আলম (আল-আমিন), সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাবেক সভাপতি মো. ইউসুফ আলী তালুকদার, জাকির হোসেন উজ্জল ও মো. আল অমিন তালুকদার; সাবেক সাধারণ সম্পাদক নূরুল হক রনু, সদস্য নূরুল আলম নোমান, ফয়েজ আহমেদ হৃদয় ও আব্দুল আউয়াল পলাশ বঙ্গবন্ধু বুক কর্ণারসহ ক্লাবের উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে নকলা প্রেস ক্লাবের নির্ধারিত পরিদর্শন বহিতে লিখিত আকারে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ক্লাবের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

পরে দুই জেলার দুই প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎকে স্মৃতি হিসেবে ধরে রাখতে নকলা প্রেস ক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন শুভেচ্ছা উপহার হিসেবে ‘১৯৭১ নকলার মুক্তিযোদ্ধ’ নামক একটি বই মদন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহার আলম-এর হাতে তুলেদেন। সবশেষে উভয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এক ফ্রেমে আবদ্ধ হতে ফটো সেশনে অংশ গ্রহন করেন।

এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মদন উপজেলা থেকে বদলি হয়ে আসা বর্তমান নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর সাথেও মদন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102