জাতীয় ক্রীড়া সংস্থা শেরপুর জেলা ও উপজেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদকগনকে নকলা প্রেস ক্লাব’র পক্ষে আনুষ্ঠানিক ভাবে অভিনন্দন জানানো হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নকলা প্রেস ক্লাবের অফিস কক্ষে ক্লাবটির সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনান্তে শেরপুর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরিফুর রহমান ও নকলা উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছামিউল হক মুক্তা-কে আনুষ্ঠানিক ভাবে অভিনন্দন জ্ঞাপন করা হয়।
এছাড়া ওই সভায় সর্বসম্মতিক্রমে নালিতাবাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বকুল, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন ও ঝিনাইগাতী উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলমসহ জেলা ও উপজেলা কমিটির সকলকে আনুষ্ঠানিক ভাবে অভিনন্দন জানানো হয়েছে। প্রেস ক্লাব’র পক্ষে লিখিত অভিনন্দন বার্তা জেলা ও উপজেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদকগনের বরাবরে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন নকলা প্রেস ক্লাব’র নেতৃবৃন্দ।
প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের নির্বাহী সদস্য কবি কলামিস্ট তালাত মাহমুদ, সদস্য মাহবুবর রহমান ও আব্দুর রফিক; সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান প্রমুখ।
এময় প্রেস ক্লাব’র প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য-গবেষণা সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, সদস্য রেজাউল হাসান সাফিত, সীমানুর রহমান সুখন, মোশাররফ হোসেন শ্যামল ও সুজন মিয়া প্রমুখ। এসময় প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।