বাংলাদেশের চলচিত্র জগতের কিংবদন্তি নায়ক হিসেবে খ্যাত প্রয়াত মান্না’র স্মরণে প্রতিষ্ঠিত ‘মান্না ফাউন্ডেশন’-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করে তা অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে কলামিস্ট মুহাম্মদ এনামুল হক মিঠুকে সভাপতি ও রাকিব হোসাইনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা পূর্বক অনুমোদন প্রদান করা হয়। এই কমিটির অনুমোদন প্রদান করেন প্রয়াত মহানায়ক মান্না-এর সহধর্মিণী সেলি মান্না।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক (হিরু), সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ রাসেল, অর্থ সম্পাদক মোহাম্মদ রাসেল হোসেন, দপ্তর সম্পাদক মুহাম্মদ আকবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবাইর বিন জিহাদী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব খান মানিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ খোকন। এছাড়া নবগঠিত এই কার্যনির্বাহী কমিটিতে আরো অনেককেই অন্তর্ভূক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাকিব হোসাইন বলেন, মান্না ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। সংগঠন কর্তৃক তার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথ ভাবে পালন করতে পারেন, এর জন্য সকলের পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ এনামুল হক মিঠু বলেন, বাংলার চলচিত্র জগতে মান্না ছিলেন একজন মহানায়ক তূল্য। তাঁর শূণ্যতা কখনো পূরণ হওয়ার নয়। সেই ১৯৯৩ সাল থেকে প্রয়াত মহানায়ক মান্না-এর আদর্শকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে চলছি।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মান্না ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় চলচিত্র প্রেমী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।