শেরপুরের নকলায় বিনামূল্যে শিক্ষার্থীদের দিনব্যাপী চক্ষু পরীক্ষা ক্যাম্প বা স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম (এসএসটিপি) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) উপজেলার বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
জার্মানের সেবাদাতা সংস্থা আন্ধেরি হিলফে-এর প্রেসিডেন্ট এনভিরা গ্রেনার, আন্ধেরি হিলফে’র কর্মকর্তা সারাহ জেন কোল, ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি হাসপাতালের কো-অর্ডিনেটর শরীফুজ্জামান পরাগ, বিএনএসবি হাসপাতালের প্রোগ্রাম অফিসার মো. মোকছেদুর রহমান জুয়েল, ভিশন সেন্টার ইন্সপেক্টর দ্বিজু সূত্র ধর ও মো. আলমগীর কবিরসহ অনেকে।
এসময় উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ফিরুজ, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খন্দকার সালেহীন রাসেল, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন,
বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, মো. শওকত আলী, সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন, হাফিজুল হাসান তুমুল, শামছুন নাহার, মাদ্রাসার সহকারী শিক্ষক জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, লাল মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ স্কুল ও মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী ও চারশতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একদল চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের নিবীর পরীক্ষা নিরীক্ষা শেষে শিক্ষার্থীদের ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এদিন তিনশতাধিক শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা করা হয়।
স্কুল সাইট টেস্টিং প্রোগাম হলো মানবিক সাহায্য সংস্থা আন্ধেরি হিলফে-এর একটি উল্লেখযোগ্য কর্মসূচী। যে কর্মসূচীর মাধ্যমে মানবিক সাহায্য সংস্থার সরকারি, বেসরকারি, এনজিও এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চোখের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।