বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলা প্রেস ক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২২৩ বার পঠিত

শেরপুর জেলার ঐতিহ্যবাহী ‘নকলা প্রেস ক্লাব’র এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) রাত ৮টায় প্রেস ক্লাবের অফিস কক্ষে ক্লাবটির সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, আব্দুর রফিক, এম.এফ জামান ফারুক, মোশাররফ হোসেন শ্যামল, সুজন মিয়া ও সিমানুর রহান সুখন প্রমুখ। এসময় প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাবের সভাপতির স্বাগত বক্তব্যের পরে জরুরি সভার সভাপতির সম্মতিক্রমে আলোচনার মূলপর্ব শুরু করা হয়। বক্তারা প্রেস ক্লাব ও সাংবাদিকদের কল্যাণে জরুরি ও অতিজরুরি বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনান্তে গুরুত্বপূর্ণ ও জরুরি বিবেচনায় বেশ কিছু সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরমধ্যে ক্লাবের অফিসের বিবিধ আয়-ব্যয়, অর্থব্যবস্থাপনা ও বিভিন্ন বকেয়াসহ প্রেস ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নতুন সদস্য অন্তর্ভূক্তির বিষয়টি সর্বাগ্রে অধিক গুরুত্ব সহকারে বাস্তবায়ন করার সিদ্ধান্ত সমূহ উল্লেখযোগ্য।

অতঃপর আগামী ৩০ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা ৭টার সময় প্রেস ক্লাবের অফিস কক্ষে পুনরায় সভা আহবান করে এবং সকলের উপস্থিতি কামনা করে অদ্যসভার মুলতবি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102