শেরপুরের নকলায় শেখ কামাল আন্ত:স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার এ্যাথলেটরা অংশ গ্রহন করে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট শিহাবুল আরিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইস্কান্দার হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদেকুর রহমান প্রমুখ।
এসময় ক্রীড়া শিক্ষক মীর মোতালেব হোসেন শিপন, আসাদুজ্জামান আসাদ ও মামুন মিয়া, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদি অগণিত সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
খেলা শেষে মঙ্গলবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ কামাল আন্ত:স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এ্যাথলেটদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলেদেন।