-মো. সেলিম হোসেন
নতুন বছর নতুন মাত্রা
শিক্ষাক্রমের নতুন যাত্রা
বিদ্যালয়ে জমলো ভিড়,
আনন্দেরই নামলো ধারা
ছাত্রছাত্রী দিলো সাড়া
সাজছে সবাই জ্ঞানের বীর।
ছাত্র শিক্ষক সবাই সুখে
ফুটছে হাসি সবার মুখে
গাইছে ওরা সুখের গান,
শিক্ষাক্রমের নতুন নীতি
ছাত্র শিক্ষক কাজের প্রীতি
বাজলো শিক্ষার নতুন তান।
পরিবর্তন আসছে ধরায়
তাইতো বদল বইয়ের পড়ায়
টিকে থাকতে ধরার পর,
নিজের হাতে কাজ করে তাই
নতুন পড়া পড়বে সবাই
নতুন করে বাঁধতে ঘর।
শিশুশ্রমের ক্ষতি জেনে
শিক্ষা নীতি চলবো মেনে
বজায় রাখতে পরিবেশ,
সকল শিশু শিক্ষা পাবে
তাল মিলিয়ে অগ্রে যাবে
নতুন রূপে গড়বে দেশ।