শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষায় ৭৭৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৭

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১৫৬ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলাতে প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২২ শান্তিপূর্ণ ভাবে শুরু হয়ে যথারীতি শেষ হয়েছে। এবার উপজেলার ৭৭৪ জন বৃত্তি শিক্ষার্থীর মধ্যে ৭ জন পরীক্ষায় অংশ গ্রহন করেনি। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে যথাসময়ে শুরু হয়ে কোন প্রকার ঘটনা ছাড়াই শেষ হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর শতকরা ২০ ভাগ হারে মেধাবী ৭৭৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন ও ফরম ফিলাপ করেছিলো।

মোট ৭৭৪ পরীক্ষার্থী মধ্যে ছাত্র ৩১৫ জন ও ছাত্রী ৪৫৯ জন। তবে অজ্ঞাত কারনে ৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি। অনুপস্থিত ৭ জনের মধ্যে ছাত্র ৫ জন ও ছাত্রী ২ জন। এ হিসেব মতে, নকলা উপজেলা থেকে এবছর ৩১০ ছাত্র ও ৪৫৭ জন ছাত্রীসহ মোট ৭৬৭ জন বৃত্তি পরীক্ষা দিয়েছে। এতে উপস্থিতির হার ছিলো শতকরা ৯৯ ভাগ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা জানান, উপজেলার ১১৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কেজি ও ব্র্যাক স্কুলের শিক্ষার্থী অংশ গ্রহন করে। সকল পরীক্ষার্থীদের একই ব্যবস্থাপনায় পরীক্ষা গ্রহনের সুবিধার্থে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে।

কেন্দ্র সচিব ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক জানান, শান্তিপূর্ণ ভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ শেষ হয়েছে। প্রায় এক হাজার পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহন করার মতো সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছিলো।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102