বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে এলডিডিপি’র পিজি সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

শেরপুরে দুগ্ধ উৎপাদনকারী দলের (পিজি) সদস্যগণের ‘পিজি গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’ বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) জেলার শেরপুর সদর উপজেলার তিলকান্দি এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূইঁয়া, জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. হেলেনা বেগম ও নেত্রকোণা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. মো. আবুল বাসার।

এসময় সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. পলাশ কান্তি দত্তসহ ভেটেরেনারি সার্জন (ভিএস) প্রাণি সম্প্রসারণ অফিসার (এলইও), প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা-উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।এ প্রশিক্ষণ কর্মশালায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি)-এর আওতায় তিলকান্দি এলাকার দুগ্ধ উৎপাদনকারী দলের (পিজি) সদস্যগণ অংশ গ্রহন করেন।

প্রশিক্ষণার্থীগন এ প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের খামারের সার্বিক উন্নয়নের পাশাপাশি তারা আর্থিক ভাবে লাভবান হতে পারবেন বলে আশাব্যক্ত করেন ডিএলও ডা. মোস্তাফিজুর রহমান।

 

 

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102