শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় ‘সালমান ক্যাডেট একাডেমি’র নতুন শাখা উদ্বোধন

নকলা (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ বার পঠিত

শেরপুরের নকলায় স্বাধীনতার পক্ষের শক্তিতে বিশ্বাস রেখে গুণগত মানসম্পন্ন বাংলা মাধ্যমে আধুনিক শিক্ষার প্রসারের লক্ষ্যে ‘সালমান ক্যাডেট একাডেমি’ নামক আধুনিক একটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একটি শাখার শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সালমান ক্যাডেট একাডেমি’-এর নতুন শাখা নকলা পৌর শহরের প্রাণ কেন্দ্র গ্রীণ রোডে এক অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রাঙ্গনে নকলা শাখার পরিচালক ইমন হাসান সুইট-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নকলা শাখার শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মিজানুর রহমান, পূর্ব কায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদুল হক লাভলু, পৌর ওয়ার্ড কাউন্সিলর জরিফ হোসেন, মো. হাসেম বি.এস-সি, নকলা প্রেস ক্লাবের সদস্য রাইসুল ইসলাম রিফাত প্রমুখ।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন, এলাকার সুশীলজন ও শিক্ষানুরাগীমহল উপস্থিত ছিলেন।

জানা গেছে, এই শাখায় প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হবে। ক্যাডেট ভর্তির সুবিধার্থে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ কোচিং এর ব্যবস্থা থাকবে। এছাড়া আধুনিক শিক্ষা প্রসারে সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে বলে জানান শাখা পরিচালক ইমন হাসান সুইট। এরই মধ্যে ভর্তি ফরম বিক্রি ও ভর্তি চলছে। সরকারের নির্দেশনা মোতাবেক ১ জানুয়ারি বই বিতরণ উৎসব করা হবে। ক্লাস শুরু হবে ৩ জানুয়ারি থেকে। ১২ জন অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই শাখার পাঠদান কার্যক্রম চলবে বলে লিফলেট সূত্রে জানা গেছে।

সুইট বলেন, প্রতিটি মানুষের নিজের জন্মস্থানের প্রতি আলাদা দায়িত্ব থাকে। এই দায়িত্ববোধ থেকেই নিজ জন্মভূমি নকলাতে সুশিক্ষার প্রসার ঘটাতে এ শাখাটি প্রতিষ্ঠা করা হলো। এই প্রতিষ্ঠনটির সুনাম ধরে রাখতে ও এর উত্তরোত্তর সুনাম বৃদ্ধি করতে নিজেদের অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার আশাব্যক্ত করেন তিনি। এর এজন্য পরিচালকবৃন্দ সকলের কাছে পরামর্শ ও শিক্ষার্থী ভর্তি করানোসহ সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102