বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

জনউদ্যোগের আয়োজনে শেরপুরের ৭ কীর্তিময়ী নারীকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় | শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে শেরপুরে অনুষ্ঠিত নারী সমাবেশে জেলার ৭ কীর্তিময়ী নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে শেরপুর শহরের বটতলা এলাকায় শেরপুর পৌরসভার মুক্তমঞ্চে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি ‘কীর্তিময়ী নারী সম্মাননা-২০২২’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মাননাপ্রাপ্ত জেলার কৃতী নারীরা হলেন- শিক্ষায় ঢাকা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম, সমাজসেবায় রাজিয়া সামাদ ডালিয়া, লেখালেখিতে কবি অধ্যাপক খালেদা রায়হান রুবি, নারীর ক্ষমতায়নে শামছুন্নাহার কামাল, নারী অধিকার সংগঠক লুৎফুন্নাহার, মুক্তিযুদ্ধে শরণার্থী ক্যাম্পের রেডক্রসের স্বেচ্ছাসেবক কল্যাণী কর্মকার ও তৃণমূলের অনুপ্রেরণাদায়ী নারী কৃষানী অহলা কোচ।

অনুষ্ঠানের শুরুতে সম্মাননাপ্রাপ্ত ৭ কৃতী নারীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় নারী রক্তদান সংস্থা, এনসিটিএফ ও ফাইট ফর চিলড্রেনস রাইটস, রক্তসৈনিক বাংলাদেশ, যুব ফোরাম সংগঠনের সদস্যরা। পরে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং গায়ে উত্তরীয় জড়িয়ে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীরা নিজেদের অনুভুতি প্রকাশ করেন এবং বক্তারা তাদের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এ উপলক্ষে সম্মাননাপ্রাপ্তদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে একটি ভাঁজপত্র প্রকাশ করে জনউদ্যোগ শেরপুর কমিটি।

জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশিদ, খেলাঘর আসরের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, মডেল গার্লস কলেজের অধ্যক্ষ তপন সারোয়ার।

জনউদ্যোগ সদস্যসচিব হাকিম বাবুল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- সাবেক অধ্যক্ষ শাহী উম্মুল বানীন, শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া, নারী নেত্রী আইরীন পারভীন, আঞ্জুমান আলম লিপি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ শেরপুর নারী ইউনিটের সভাপতি সুলতানা হোসনে জাহান রত্না, বিশিষ্ট বিতার্কিক শুভংকর সাহা, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জেলা তৃতীয় লিঙ্গ গণগোষ্ঠি কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার, আবৃৃত্তিকার সোহাগী আক্তার প্রমুখ।

এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, বিশিষ্ট বিতার্কিক  ও জনউদ্যোগ সদস্য ইমতিয়াজ চৌধুরীসহ জনউদ্যোগ শেরপুরের সকল সদস্যবৃন্দ, শেরপুর নারী রক্তদান সংস্থা, এনসিটিএফ ও ফাইট ফর চিলড্রেনস রাইটস, রক্তসৈনিক বাংলাদেশ, যুব ফোরাম সংগঠন, ক্লিন আপ বাংলাদেশসহ শেরপুর ও নকলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশা শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102