শেরপুর জেলার নকলা মুক্ত দিবস (৯ ডিসেম্বর) উপলক্ষে শেরপুর সারকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর এস.ই.আই.পি’র ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
যুব সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং নকলা মুক্ত দিবস সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে নকলা মুক্ত দিবস উপলক্ষে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে গনপদ্দী এলাকায় স্থাপিত শেরপুর টিটিসি’র এস.ই.আই.পি’র তরুণ ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের উদ্যোগে ও আয়োজনে উপজেলার গনপদ্দী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টিটিসির অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ ফাইনাল খেলায় এস.ই.আই.পি’র বিকেল শিফট একাদশ তথা ‘বি’ দল ১-০ গোলে সকাল শিফট একাদশ তথা ‘এ’ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রশিক্ষণার্থী খেলোয়াড়গন খেলার পুরো সময় পেশাদার খেলোয়াড়দের মতো মাঠ ধাপিয়ে দৌঁড়িয়ে দৃষ্টিনন্দন খেলা উপহার দেওয়ার মাধ্যমে দর্শকের নজর কাড়তে সক্ষম হন।
প্রশিক্ষক মোশারফ হোসাইনের পরিচালানায় ৩০-৩০ মিনটের খেলার প্রথমার্ধ গোল শূণ্য থাকলেও, দ্বিতীয়ার্ধের কয়েক মিনিটের মধ্যেই সোহাগ মিয়া বিকেল শিফট একাদশ তথা ‘বি’ দলের হয়ে বিপক্ষের জালে ১ টি গোল পাঠিয়ে নিজের একাদশকে লিড এনেদেন। অবশেষে ১-০ গোলেই খেলাটির নিদৃষ্ট সময় শেষ হয়। ফলে ‘বি’ দল ১-০ গোলে বিজয়ী হয়।
খেলা শেষে গনপদ্দী মাঠে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইন্সট্রাক্টর এ.কে.এম শাহজাহান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, কার্যনির্বাহী সদস্য সিমানুর রহমান সুখন প্রমুখ।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ান দলের অধিনায়ক ও অন্যান্য খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন পুরষ্কার এবং রানার্স আপ দলের অধিনায়ক ও অন্যান্য খেলোয়াড়দের হাতে রানার্সআপ পুরষ্কার তুলেদেন তাছাড়া সকল খেলোয়াড়দের গলায় মেডেল পড়িয়ে দেওয়া হয়।
এসময় টিটিসি’র ড্রাইভিং প্রশিক্ষক লিটন ও মোশারফ হোসেনসহ বিভিন্ন ট্রেডের ইন্সট্রাক্টর ও প্রশিক্ষণার্থীসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড়গন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন ও স্থানীয় ক্রীড়ামোদী অগণিত দর্শক উপস্থিত ছিলেন।