বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

৯ ফাউলের শিকার নেইমার, গোড়ালি মচকে যাওয়ায় বিশ্বকাপ শেষের শঙ্কা!

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৬৬ বার পঠিত

হেক্সা জয়ের মিশনে নামা ৫ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের আক্রমণ তৈরি করে দেওয়ার দায়িত্বে থাকা নেইমার চলমান ফুটবল বিশ্বকাপ-২০২২ এর প্রথম খেলায় সার্বিয়ার বিপক্ষে মাঠে বেশ কয়েকবার সার্ব ডিফেন্ডারদের কড়া ট্যাকলের শিকার হয়েছেন। তিনি এই খেলায় ৮০ মিনিটে সব মিলিয়ে ৯ বার ফাউলের শিকার হয়েছেন।

এই ৯ ফাউলের মধ্যে নিকোলা মিলেনকোভিচের হাঁটুর ট্যাকলটি ছিল কড়া। সেই ট্যাকলে নেইমারের ডান পায়ের গোড়ালি মচকে যায়। এতে নেইমারের বিশ্বকাপ শেষের শঙ্কা দেখা দিয়েছে বলে অনেক নেইমার ভক্ত মনে করছেন।

ব্রাজিল ২-০ গোলে এগিয়ে গেলে খেলার ৮০ মিনিট পরে নেইমারকে মাঠ থেকে তুলেনেন কোচ তিতে। তাঁকে তুলে নেওয়ার সময় তার পায়ের চোটের তীব্রতা ততটা বোঝা যায়নি। তবে বেঞ্চে বসে থাকার সময় টিম ট্রেনার কর্তৃক তাঁর পায়ে আইস প্যাক লাগিয়ে রাখতে দেখা যায়। এ সময় ব্যথায় চোখ টলমল করছিল নেইমারের; কোন এক সময় তাঁর চোখের কোণায় জল জমতে দেখা যায়।

কাতার বিশ্বকাপে নেইমার আর খেলতে পারবেন কি না, তা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত হওয়া যাবে। চোটের পরিস্থিতি আজ শুক্রবার একবার মূল্যায়ন করা হবে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার গণমাধ্যমকে জানান, নেইমার ডান পায়ের গোড়ালিতে কড়া চোট পেয়েছে। সার্বিয়ান খেলোয়াড়ের হাঁটুর আঘাতের প্রভাবে সরাসরি এ আঘাত লেগেছে। তাৎক্ষণিকভাবে বেঞ্চেই তারা চিকিৎসা শুরু করেন। ফিজিও কাজ করছেন চিকিৎসক। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা মূল্যায়ন করা হবে। অবশ্য এমআরআই দরকার নেই বলে জানান রদ্রিগো লাসমার।

আজ শুক্রবার নেইমারের ডান পায়ের গোড়ালি মচকে যাওয়ার চোট পরিস্থিতি আরেকবার পর্যবেক্ষণ করা হবে। কাতার বিশ্বকাপের সব কয়টি খেলায় দর্শকরা নেইমার জাদু উপভোগ করতে পারবেন কি না, এটা নিশ্চিত হতে আরো অপেক্ষা করতে হবে, আগেভাগে কোনো মন্তব্য করা যাবে না। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102