শেরপুর জেলা যুব মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনটি উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিল। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন, কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদিবা আনজুম মিতা এমপি, যুগ্ম সম্পাদক খোদেজা নাসরিন এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা যুব মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবা রহমান শিমু’র নাম ঘোষণা করা হয়। সম্মেলনে যুব মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।