বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় যথাযথ মর্যাদায় জাতীয় শিক্ষক দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৩১ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় শিক্ষক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মুজিব শতবর্ষ মঞ্চে বিশ্ব শিক্ষক দিবস উপজেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলীর সভাপতিত্বে এক আলোচান সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন।

জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পক্ষে বক্তব্য রাখেন পক্ষে বক্তব্য রাখেন চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পক্ষে ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. রেজাউল আলম, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পক্ষে নকলা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পক্ষে নকলা শাহরিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা মাদ্রসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পক্ষে বক্তব্য রাখেন নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান প্রমুখ।

শিক্ষকদের সম্মানে শিক্ষক দিবস পালনের লক্ষে সরকারি ভাবে কর্মসূচি  ঘোষণা দেওয়ায় গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর প্রতি কৃতজ্ঞাতা প্রকাশের পাশাপাশি তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা।

এসময় উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এফএম রেজাউল করিম, বিহড়ীরপাড় এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, কায়দা বালিকা দাখিল মাদ্রসার সুপার মাওলানা মো. ওলি উল্লাহসহ উপজেলার বিভিন্ন স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকাগন, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাবেক সভাপতি ও মমিনাকান্দা আল আমিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ হযরত আলী, প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, শিক্ষক-সাংবাদিক শাহাজাদ স্বপন ও আব্দুল মোত্তালেব সেলিমসহ স্থানীয় সাংবদিকগন উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102