শেরপুরের নকলায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ।
এছাড়া সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকরী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন বক্তব্য রাখেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছাসহ অন্যান্য বক্তারা উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।
এর আগে নকলার প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ-কে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা।
এসময় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকরী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।