শেরপুর সদর উপজেলায় এক প্রীতি ফুটবল টুর্নামেন্টে খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাব ৫-৪ গোলে ওয়াহেদ ফাউন্ডেশনকে পরাজিত করে বিজয়ী হয়েছে। উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠনের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা নিজাম উদ্দিন আহমেদ কলেজ মাঠে অনুষ্ঠিত নির্ধারিত ৫০ মিনিটের খেলা শেষে অমীমাংসিত থেকে যায়। পরে খেলা পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ও উভয় দলের কর্তৃপক্ষের সম্মতিক্রমে ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হয়।
এর পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী এবং বিশেষ অতিথি হিসেবে শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, জেলা পরিষদের সাবেক সদস্য কফিল উদ্দিন ও শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জামিল হোসেন সরকার উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের অধিনায়কসহ খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলেদেন। এসময় খেলা পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ক্রীড়ামোদী হাজারো দর্শক উপস্থিত ছিলেন।