বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২১০ বার পঠিত

ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি-এর আওতায় নবনিয়োগকৃত স্বেচ্ছাসেবীদের পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক ৫দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফ্যামিলি প্লানিং সার্ভিসেস ডেলিভারি-এর আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিআরডিবি মিলনায়তনে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি পরিচালক (অর্থ) ও লাইন ডাইরেক্টর ডা. মো. নিয়াজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, শেরপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. রায়হানুল ইসলাম, শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্রাচার্য, ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস-এর প্রোগ্রাম ম্যানেজার ডা. হাসান আমিন সুমন ও ডা. পীযূষ চন্দ্র সূত্রধর প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস-এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. ইন্দ্রানী দেবনাথ ও ডা. মোহাম্মদ জয়নুল আবেদিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা সানজিদা আফরিন প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে ফ্যামিলি প্লানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি-এর আওতায় সদ্যনিয়োগকৃত ১৫ স্বেচ্ছাসেবীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102