ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাইকা-এর অর্থায়নে এই প্রশিক্ষণ কর্মশালার এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাইকা-এর অর্থায়নে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের-এর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. রামকৃষ্ণ সাহা’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি ও উপজেলা ফ্যাসিলিটেটর রেবেকা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও হাসান মারুফ তাঁর বক্তব্যে বলেন, আমাদের সমাজে অনেক কিশোরীদের মাঝে সামাজিক, পারিবারিক ও পারিপার্শ্বিক নানান কারণে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে যথাযথ জ্ঞান ও উপলব্ধি নেই। এ সময়ের স্বাস্থ্যগত বিভিন্ন দিক সম্পর্কে লজ্জা নয় বরং সচেতন হওয়া জরুরি বলে তিনি জানান।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-মাদ্রাসা থেকে আগত কিশোরী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের জানান, এই প্রশিক্ষণ কর্মশালায় ৪টি ব্যাচে গৌরীপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৬০ জন ছাত্রী অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ কর্মশালায় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যগত বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণার্থী কিশোরীরা বিস্তারিত জানতে পারবে। প্রশিক্ষণ কর্মশালাটি ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।