বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কমিটি গঠন : সভাপতি মারুফ, সম্পাদক মিনহাজুল

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৭ বার পঠিত

শেরপুরের নকলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্য ক্রম (মউশিক) শিক্ষক কল্যাণ পরিষদ-এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। হাফেজ মো. মারুফ হাসান-কে সভাপতি ও হাফেজ মো. মিনহাজুল ইসলাম-কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে নকলা বায়তুল আমান কাচারী জামে মসজিদের দ্বিতীয় তলায় নকলা জোড়া ব্রিজ পাড় আহলে হাদীস জামে মসজিদের ইমাম ও সহজ কোরআন শিক্ষার শিক্ষক মাওলানা আব্দুল কাদির-এর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও শেরপুর জেলা কমিটির সভাপতি মাওলানা নজরুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মারুফুর রহমান।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নকলা উপজেলা শাখার নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক হাফেজ মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও শেরপুর সদর উপজেলা কমিটির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন নকলা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান। এসময় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদসহ বিভাগ, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ; উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নকলা উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষনা করেন জেলা কমিটির সভাপতি মাওলানা নজরুল ইসলাম।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির ও মাওলানা আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুল হাসান, প্রচার সম্পাদক মাওলানা উসমান গনী, কোষাধ্যক্ষ মো. ফিরোজ মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুর উদ্দিন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক ক্বারী মাসুদুর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এইচ.এম শেখ ফরিদ, উন্নয়ন বিষয়ক সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক হাফেজ মো. শহিদুল ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক এইচ.এম ফিরোজ, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, সদস্য আসাদুজ্জামান, তারেক জামিল, আব্দুর রশিদ, কামাল মিয়া, আব্দুস সামাদ ও হ্যাপি আক্তার।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102