শেরপুরের শ্রীবরদী উপজেলার বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক প্রদান করা হয়েছে। বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ জন শিক্ষার্থীর হাতে এসব পোশাক তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি মো. মাহবুবুর রহমান সুজার সভাপতিত্বে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পোশাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক ওয়াকিল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, মূখ্য আলোচক হিসেবে রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন ফাতেমা বেগম।
এছাড়া আরও বক্তব্য রাখেন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মোতালেব, রানীশিমুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধ আব্দুল হামিদ সাজ মাস্টার, ভায়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এম.এ মোনায়েম, বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা পারভীন ও স্থানীয় শিক্ষানুরাগী ওয়াছেক বিল্লাহ বিল্লাল প্রমুখ।
এসময় বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।