বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

ভারতে হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নকলায় মানববন্ধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩৫১ বার পঠিত

বাংলাদেশের পাশ্ববর্তী দেশ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শেরপুরের নকলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (১০ জুন) জুমা নামাজের পরে উলামা ঐক্য পরিষদের আয়োজনে ও সর্বস্তরের তৌহিদী জনতার অংশ গ্রহনে ঢাকা-শেরপুর মহাসড়কে (পুরাতন হল চত্বর এলাকা) ঘন্টাব্যাপী শান্তিপূর্ণ ভাবে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তিশৃঙ্খল বজায়ে পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ গুরুদায়িত্ব পালন করেন।

নকলা উপজেলা উলামা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা অলি উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সংগঠনটির উপদেষ্টা ও জামিয়া আরাবিয়া মাস্তুরা ক্বওমী মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী আব্দুল জলিল, উপদেষ্টা ও উপজেলা পরিষদ মসজিদের খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী, সাধারণ সম্পাদক ও দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ, কোষাধ্যক্ষ ও মোহাম্মদীয়া কাওমী মাদ্রাসার মুহতামিম হাফেজ ছায়েদুল ইসলামসহ অনেকে।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে ভারতের সরকার দলীয় বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দলটির দিল্লি ইউনিটের প্রধান নভিন জিন্দালের কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপনের পাশাপাশি তাদের দুইজনের সর্বোচ্চ শাস্তির দাবী জানান। তাছাড়া পৃথিবীর মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তারা।

এ মানববন্ধনে নকলা উলামা ঐক্য পরিষদের সদস্য নকলা বড় মসজিদের খতিব মুফতি শামসুলহুদা জিহাদ, গণপদ্দী খালেদা আহমদ নূরানী ও হাফেজী মাদরাসার মুহতামিম মুফতি ওয়ালি উল্লাহসহ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান হতে আগত অগণিত শিক্ষক, শিক্ষার্থীসহ হাজারো তৌহিদী জনতা, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসদুজ্জামান সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বয়স ও পেশাশ্রেণীর জনগন অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102