শেরপুরের নকলায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা-এঁর অফিস কক্ষে দৈনিক যায়যায়দিন’র নকলা উপজেলা প্রতিনিধি শফিউল আলম লাভলুর সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ আলী, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা টিভি ফোরামের সভাপতি শাহাজাদা স্বপন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা (আরডিও) হাবিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক, সঙ্গীত প্রশিক্ষক বজলুর রশিদসহ অনেকে উপস্থিত ছিলেন।
অতিথিরা দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক, প্রকাশক, বিজ্ঞাপণ দাতা ও সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ী ও সংশিলষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ্যায়ু কামনাসহ পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। যায়যায়দিন’র প্রতিনিধি শফিউল আলম লাভলু তার বক্তব্যে পত্রিকাটির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক কাটা ও র্যালীতে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।