শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক ( অনূর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা (অনূর্ধ্ব ১৭) ফুটবল খেলা সুষ্ঠভাবে সম্পন্ন করতে এক প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে এ প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি মূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান লিটন।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইসকান্দার হাবিব, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসাইন প্রমুখ।
এসময় গনপদ্দী ইউপির চেয়ারম্যান শামসুর রহমান আবুল, নকলা ইউপির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পাঠাকাটা ইউপির চেয়ারম্যান আব্দুস ছালাম, টালকী ইউপির চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল, চন্দ্রকোনা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দুসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগন, ক্রীড়া প্রশিক্ষক আব্দুর রউফ বাঙ্গালী, ক্রীড়া শিক্ষক আসাদুজ্জামান আসাদ, মীর মোতালেব হোসেন শিপন ও তৌফিক হোসেন দীপক, নকলা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা নাহিদুল ইসলাম রিজনসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে তালিকাভুক্ত করে লটারির মাধ্যমে খেলার প্রতিদ্বন্ধী দল ও সময় নির্ধারণ করা হয়।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১০ মে (মঙ্গলবার) পৌরসভার পাইস্কা এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
উদ্বোধনীর দিন ২টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলাটি হবে বিকাল ৩ টায়, এতে গনপদ্দী ইউনিয়ন একাদশ ও নকলা ইউনিয়ন একাদশ প্রতিদ্বন্ধীতা করবে। এরপরে দ্বিতীয় খেলাটি হবে গৌড়দ্বার ইউনিয়ন একাদশ ও চন্দ্রকোনা ইউনিয়ন একাদশের মধ্যে।
আলোচনান্তে আগামী ২২ মে, রোববার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে।