বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আলোচনা সভা : ফাইনাল খেলা ২৯ বা ৩০ মার্চ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৬১ বার পঠিত

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলার নকলা পৌরসভার উদ্যোগে ও আয়োজনে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-এর প্রথম রাউন্ট ও সেমিফাইনাল খেলা শেষ হয়েছে।

এ টুর্নামেন্টের ফাইনাল খেলাটি আগামী ২৯ মার্চ মঙ্গলবার অথবা ৩০ মার্চ বুধবার বিকেল ৪টায় কুর্শা এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে আয়োজকসহ একাধিক উপ-কমিটি সূত্রে জানা গেছে।

ফাইনাল খেলাটি সুষ্ঠ ও সাফলতার সহিত সম্পন্ন করা উপলক্ষে গতকাল সন্ধ্যায় পৌরসভার মিলনায়তনে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটিসহ খেলা পরিচালনা কমিটি, খেলা উদযাপন কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যগনের সমন্বয়ে এবং পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা উদযাপন কমিটির অন্যতম সদস্য সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সদ্য পদায়ন প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব) কাউছার আহাম্মেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান সুজা ও রেজাউল হক হীরা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, খেলা পরিচালনা কমিটির সদস্য আব্দুর রউফ বাঙালি, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, শাহ মহিউদ্দিন লাভলু, আছাদুজ্জামান আসাদ, মীর মোতালেব হোসেন শিপন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আলোচনা সভায় ফাইনাল খেলাটি আকর্ষনীয় করতে এবং সুষ্ঠ ভাবে ও সাফলতার সহিত সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়। বক্তাদের বক্তব্য অনুযায়ী এ ফাইনাল খেলাটি নকলার ইতিহাসে স্মরণকালের সেরা ও বৃহৎ খেলা হবে বলে মনে করছেন অনেকে।

এসময় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা পরিচালনা কমিটির সদস্য ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, মনিরুজ্জামান সবুজ, মাফিজুল ইসলাম, মোখলেছুর রহমান বাবু, আছাদুল হক, তৌফিক হোসেন দিপক, মামুন মিয়া, সোহেল রানা ও ফজলে রাব্বী রাজন, পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম ও জমিলা বেগম, সাধারণ কাউন্সিলর সারুয়ার আলম, জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, ফরিদ আহম্মেদ লালন, তোতা মিয়া, জিয়াউল হক, ইয়াদ অলী, রফিকুল ইসলাম ও ইন্তাজ আলীসহ টুর্নামেন্ট-এর আয়োজক কমিটি, খেলা পরিচালনা কমিটি, খেলা উদযাপন কমিটি ও উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগনসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৮ মার্চ মঙ্গলবার বিকেলে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনের সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি তাঁর মোবাইল ফোনে এ মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102