বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেরপুর জেলা ছাত্র সংসদের আয়োজনে নবীনবরণ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৮৮৭ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদ-এর আয়োজনে নবীনবরণ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। শনিবার (১৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাস মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদের সভাপতি শামস মোহাম্মদ নাসিফ (হৃদয়)-এর সভাপতিত্বে এই নবীনবরণ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ও ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির সভপতি মো. নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রাক্তন সিনিয়র সচিব ও শেরপুর জেলা সমিতির কার্যকরী সভাপতি মো. আবদুস সামাদ ফারুক।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান (মুকুল), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. বিল্লাল হোসেন, শেরপুর সমিতির মহাসচিব ও ডিপিডিসি-এর ডিরেক্টর (প্রজেক্ট-১) প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন করিম আহম্মেদ মুন্না ও রুমি খান, সহ-শিক্ষা সম্পাদক লতিফুল ইসলাম নিপুল, সদস্য এ.আর মিন্টু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও ইজি বাংলা’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতিকুর রহমান মিন্টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ শালীন ও হৃদয় হাসান সোহাগ।

এছাড়াও এ অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান নোবেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শাহরিয়ার শাকিল, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমাজসেবা বিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ হক রাসু, প্রচার সম্পাদক রঞ্জন কুমার বিজয়সহ ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি’র নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেরপুর জেলা ছাত্র সংসদ-এর নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার নতুন ও পুরাতন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অতঃপর পুরষ্কার বিতরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদ-এর উদ্যোগে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর জেলা ছাত্র সংসদ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102