৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ উপলক্ষে শেরপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
‘স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’-এ স্লোগানকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ২ দিনব্যাপী এ বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়া, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোকসেদুর রহমান, শেরপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মলয় মোহন বল প্রমুখ।
এবারের মেলায় শেরপুরের ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেছে। এদের মধ্যে ৩টি বয়সভিত্তিক ক্যাটগরিতে সেরা ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রকল্প উপস্থাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার সকল স্টল ঘুর ঘুরে পরিদর্শন করেন। এসময় শেরপুর জেরা ও সকল উপজেলা থেকে আগত সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।