বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত ফারজানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪০৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় মুজিবশতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এঁর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের সমাপ্ত হওয়া ও উপহারের নির্মাণাধীন ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত ফারজানা।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা এলাকা, টালকী ইউনিয়নের জামতলী এলাকা ও চন্দ্রকোনা ইউনিয়নের চকবড়ইগাছি এলাকার আশ্রয়ণ প্রকল্পের প্রথম ধাপের ঘরের সার্বিক অবস্থা ও নির্মাণাধীন ঘর সমূহের কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় উপসচিব ইশরাত ফারজানা-এঁর সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টালকী ইউপির চেয়ারম্যান মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল জানান টালকী ইউনিয়নের জামতলী এলাকার ঘরের কাজ গুণগতমান সম্পন্ন হয়েছে এবং বাকিগুলো সরকারের নির্দেশনা মেনে অত্যন্ত যত্নসহকাররে করা হচ্ছে। কেউ কেউ ঘরে বসবাস শুরু করেছেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর উপহারের ঘর পেয়ে সুবিধাভোগীরা খুব খুশি বলে জানান চেয়ারম্যান মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, কাজটি আমাদের একান্ত তত্বাবধানে করা হচ্ছে। আমরা প্রতিদিন কেউ না কেউ নির্মাণ কাজ পরিদর্শন করি। তিনি বলেন, এই ঘর গুলো বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এঁর একান্ত আবেগের জায়গা। অতএব এখানে কোন প্রকার গাফলতি করার সুযোগ নেই। কাজটি সুষ্ঠ ও সফলতার সহিত সম্পন্ন করতে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সদা সজাগ দৃষ্টি রাখছেন বলে ইউএনও মোস্তাফিজুর রহমান জানান।

সুবিধাভোগীদের ঘরের সার্বিক অবস্থা পরিদর্শন ও সুবিধাভোগীদের সাথে কুশল বিনিময় শেষে উপসচিব ইশরাত ফারজানা কাজের সাথে সংশ্লিষ্টদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এখানকার মানুষের জন্য এই ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশাব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102