বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চিত্রাংকন রচনা ও হাতের লেখা প্রতিযোগিতা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৬ বার পঠিত

মহান ২১ ফ্রেব্রুয়ারি তথা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় ভাষা শহীদদের স্মরণে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় সরকারি হাজী জালমামুদ কলেজে প্রতিযোগিতা সমূহের সংশ্লিষ্ট উপ-কমিটির তত্বাবধানে এসকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা প্রাথমিক শাখার শিক্ষার্থীদের মাঝে দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রথম (‘ক’) গ্রুপে শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এবং দ্বিতীয় (‘খ’) গ্রুপে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ গ্রহনের সুযোগ পায়। আর মাধ্যমিক শাখায় ৪০০ শব্দের মধ্যে রচনা প্রতিযোগিতাটিও দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রথম (‘ক’) গ্রুপে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং দ্বিতীয় (‘খ’) গ্রুপে নবম শ্রেণী ও দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

প্রাথমিক শাখার চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা চলাকালে উপ-কমিটির আহবায়ক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুননেছার নেতৃত্বে উপ-কমিটির সদস্য ও উপজেলা ডিবেটিং সোসাইটির সভাপতি আলমগীর আজাদ, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার উজ্জামান, সহকারী শিক্ষক আলাল হোসেন ও সানজিদা আক্তার, উপজেলার প্রথম ও একমাত্র ইংরেজী মাধ্যমের শিক্ষালয় ‘পাঠশালা’র প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মুহাম্মদ তৌহিদুল আলম রাসেল, শিক্ষক ফাতেমা তুজ জহুরা রাত্রী ও আয়েশা সিদ্দীকা লাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

মাধ্যমিক শাখার রচনা প্রতিযোগিতা চলাকালে উপ-কমিটির আহবায়ক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে উপ-কমিটির সদস্য নূরে আলম আকন্দ, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপন কমিটির সদস্য নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, উপজেলা শিল্পকলা একাডেমীর তবলা প্রশিক্ষক আশিষ কুমার দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে অংশ গ্রহনকারী সকল প্রকিযোগিকে শুভেচ্ছা পুরষ্কার প্রদান করা হয়। ফলাফল ঘোষণা শেষে আগামী কাল সোমবার বিকেলে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার প্রদান করাহবে জানা গেছে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নকলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। কর্মসূচী গুলোর মধ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলনপূর্বক অর্ধনমিত রাখা, প্রভাত ফেরী, দুই গ্রুপে চিত্রাংকন, সুন্দর বাংলা হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা, ভাষা শহীদদের রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত, প্রার্থনা ও কোরআনখানি, মিলাদ মাহফিল এবং সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য।

বিভিন্ন কর্মসূচী যথাযথ ভাবে পালনের জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি, ৪২ সদস্য বিশিষ্ট শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপন কমিটি করা হয়েছে। তাছাড়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য ৮ সদস্য বিশিষ্ট, জাতীয় পতাকা উত্তোলন, পরিদর্শন ও মনিটরিংয়ের জন্য ৯ সদস্য বিশিষ্ট, চিত্রাংকন সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতার জন্য ১২ সদস্য বিশিষ্ট, রচনা প্রতিযোগিতার জন্য ১৩ সদস্য বিশিষ্ট, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য ১২ সদস্য বিশিষ্ট এবং মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত বা প্রার্থনা পরিচালনার জন্য ১৫ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102