বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় নৈশ্যকালীন ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৯৩ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার নারয়নখোলা এলাকায় ভাইকন এনিম্যাল সাইন্স এর সৌজন্যে ডি.পি.এল ক্রিকেট নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নারায়নখোলা কাজী বাড়ী মাদরাসা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় আলোকিত স্পোর্টিং ক্লাব (নয়াবাড়ি)-এর অধিনায়ক সজিব হাসান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তারা প্রথমে ব্যাটিং করতে মাঠে নেমে ৫ ওভার ৩ বল খেলে ৪৯ রান সংগ্রহ করে সবকয়টি উইকেট হারায়। জয়ের লক্ষ্যে রেড রোজ ক্রিকেট ক্লাব মাঠে নেমে বিনা উইকেটে ২ ওভার ৪ বল খেলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এতে রেড রোজ ক্রিকেট ক্লাব আলোকিত স্পোর্টিং ক্লাব (নয়াবাড়ি)-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ডি.পি.এল ক্রিকেট নাইট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ২ উইকেট ও ৩৬ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ এবং সমগ্র খেলায় ৮ উইকেট ও ৮৮ রান সংগ্রহ করায় ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন তরুণ ক্রিকেটার সোহান।

এই খেলায় ১২টি দল অংশ গ্রহন করে। খেলা শেষে পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ান দলের অধিনায়ক ও দলের অন্যান্য খেলোয়াড়দের হাতে একটি বড় খাঁসি, রানার্স আপ দলের অধিনায়ক ও দলের অন্যান্য খেলোয়াড়দের হাতে একটি নতুন এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয়। তাছাড়া ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ মনোনিত খেলোয়াড়ের হাতে পুরষ্কার ও মেডেল এবং অংশ গ্রহনকারী সকল খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন কার হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইকন এনিম্যাল সাইন্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সুজন খান।

এছাড়া আমন্ত্রীত অতিথি হিসেবে স্থানীয় মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় ক্রীড়ামোদী হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102