কৃষিবিদ দিবস
ড. নূরুল হুদা মামুন
————————————————————————————————————-
কৃষি প্রধান বাংলাদেশে
কৃষি হলো কৃষ্টি,
কোটি প্রাণের ভালবাসা
কৃষি দিয়ে সৃষ্টি।
সুখে দুঃখে চাষীর পাশে
জাগ্রত কৃষিবিদ,
অহর্নিশি কাজ করে যায়
গড়ে দেশের ভিত।
নতুন নতুন গবেষণা
কিংবা সম্প্রসারণ,
দেশের জন্য ভালবাসা
বুকে করে ধারণ।
বঙ্গবন্ধু তাই দিয়েছেন
কৃষিবিদ ক্লাশ ওয়ান,
নতুন দিনের ডাক এসেছে
সামনে বাড়ো নওজোয়ান।
নিত্য নতুন কৃষির চ্যালেঞ্জ
নিতে হবে আজকে,
এই দিবসে শপথ নেবো
ভালবাসবো কাজকে।