বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩৩৮ বার পঠিত

শেরপুরের নকলায় এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও দরিদ্র শিক্ষার্থীদর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলার কায়দা পাগলি মার্কেট সংলগ্ন ‘নকলা মানবিক সহায়তা যুব সংস্থা’র অফিস প্রাঙ্গনে সংস্থাটির সভাপতি মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সমাজ সেবক নূরে আলম সিদ্দিকী উৎপল বিএসসি, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. ফারুক হোসেন, মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’-এর নকলা উপজেলা শাখার সভাপতি রাশেদুল কিবরিয়া রাশেদ।

এসময় নকলা মানবিক সহায়তা যুব সংস্থার সহ-সভাপতি মো. ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক সোহাগ গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন, ত্রান বিষয়ক সম্পাদক মেহেদী হাসান জুয়েল, ক্রীড়া সম্পাদক বিল্লাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. শামীম হোসেন, সদস্য মনির হোসেন, সাব্বির আহমেদ, শাকিব, রকি, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েসসহ অন্যান্য সদস্যবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক শীতার্ত নর-নারী ও বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

উদ্যমী একদল তরুণদের এমন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড দেখে এলাকার সবপেশা শ্রেণীর জনগন খুব খুশি হয়ে তাদেরকে সার্বিক সহযোগিতা করাসহ প্রয়োজনীয় পরামর্শ দানের আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102