ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় রংপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে “ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মেলা, প্রদর্শনী ও পুরষ্কার বিতরনী” অনুষ্ঠান হয়েছে।
রবিবার (৯ জানুয়ারি) মেলায় রংপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন এবং রংপুর সিটি করপোরেশন এলাকার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনকারীগণ অংশগ্রহণ করেন।
দিনব্যপী এ মেলায় প্রাণিসম্পদ দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীসহ, ছাগল পালনকারী খামারী এবং ছাগল পালনে আগ্রহীদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়।
মেলার র্যালিতে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শরিফুল হক, পিপিআর নির্মুল ও খুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. ফজলে রাব্বি মন্ডল, সমতল ভুমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. অসিম কুমার দাস, প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আমজাদ হোসেন ভুইঞা উপস্থিত ছিলেন।
এসময় রংপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, রংপুর জেলার ডেইরি ফারমার্স এসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলা শেষে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা দর্শনায় অবস্থিত ব্রাক লার্নিং সেন্টারে মেলায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী স্টলের খামারিদের মাঝে পুরষ্কার প্রদান করেন। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রংপুর বিভাগ রংপুর এবং জেলা পর্যায়ের অনান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।